ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: আরও ১ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩৩


পুরানো ঢাকার  শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে  যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড ডুবে যাওয়ার ঘটনায়  নিখোঁজদের সন্ধানে নেমে আরও ১ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ নিয়ে মোট ৩৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার (৩০ জুন) প্রায় ২৬ ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে সর্বশেষ মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে মর্নিং বার্ড লঞ্চটিকে এয়ার লিফ্টিং ব্যাগ দিয়ে ভাসিয়ে তোলেন উদ্ধারকারীরা।

সোমবার সকাল পৌনে আটটার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে আসা জাহাজ ‘প্রত্যয়ের’ ধাক্কায় পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দেয়ার কারণে সোমবার (২৯ জুন) রাত থেকে সেতুটির উপর দিয়ে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ওয়াই এ/এডিবি