ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গা দূষণ, ওয়াসার এমডি’কে সতর্ক হাই কোর্টের


বুড়িগঙ্গা দূষণ রোধে আদালতের রায় ও আদেশ বাস্তবায়ন না করায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম  খানকে সতর্ক করেছে হাই কোর্ট।

আদালত বলেছে, বার বার সময় নিয়ে রায় বাস্তবায়ন না করে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। ওয়াসার এমডি ইচ্ছাকৃতভাবে রায় প্রতিপালন করছেন না এবং বার বার এভিডেভিড দিয়ে সময় ক্ষেপণ করছেন।

পরে আদালত তাকসিম খানকে সর্তক করে দিয়ে আগামী এক মাসের মধ্যে রায় ও আদেশের বাস্তবায়ন প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।

আগামী ১৮ অক্টোবর পরবর্তী আদেশের জন্য তারিখ রেখেছে আদালত। আদালতে রিট আবেদনকারী এইচআরপিবির পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করিম এবং ওয়াসার এমডির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী উম্মে সালমা।

বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে এইচআরপিবি ২০১০ সালে এই রিট আবেদন করে।

চূড়ান্ত শুনানি শেষে ২০১১ সালের ১ জুন তিন দফা নির্দেশনাসহ রায় দেওয়া হয়।

এর মধ্যে বুড়িগঙ্গায় বর্জ্য ফেলা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে এবং বুড়িগঙ্গা নদীতে সংযুক্ত সব পয়ঃপ্রণালির লাইন (সুয়ারেজ) ও শিল্পকারখানার বর্জ্য নিঃসরণের লাইন ছয় মাসের মধ্যে বন্ধ করার নির্দেশনা রয়েছে।

ওইসব নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় গত বছরের ৩০ এপ্রিল সম্পূরক আবেদন করে এইচআরপিবি।ওই আবেদনের ওপর শুনানিতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম খানকে তলব করেছিল হাই কোর্ট।

এস এস