ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গা সেতুতে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা


বুড়িগঙ্গা নদীর ওপর তৈরি প্রথম বাংলাদেশ-চিন মৈত্রী সেতু-১ এ ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। একইসাথে ৪ লেনের ওই সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কী পরিমাণ ওজন নিয়ে যানবাহন চলাচল করবে তা আজ মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার মধ্যে জানিয়ে দেবে সড়ক ও জনপথ বিভাগ।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান জানান, ‘সেতুটির একটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় রাতে যানবাহন চলাচল স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেতুটি এক্সপার্ট টিমসহ পরিদর্শন করেছি। এক্সপার্ট টিম তারা তাদের মতো করে কী ধরনের রিপেয়ার করলে ঝুঁকিমুক্ত হবে সে ধরনের ডিজাইন করছেন।’

তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিকভাবে সেতুটির ওপরে যানবাহন চলাচল সীমিত করে করে দেওয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে ব্রিজের ওপরে চার লেনের দুটি বন্ধ করে দেওয়া হবে। সকল ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিজটিতে ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।’

প্রসঙ্গত, সদরঘাটে সোমবার (২৯ জুন) সকালে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেওয়ার পর গতকাল রাতেই যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।

এমআইআর/ এডিবি