ন্যাভিগেশন মেনু

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় শ্রমিকদের ৭২ ঘণ্টা ট্রাক ধর্মঘটের কারণে সোমবার (১২ অক্টোবর) থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যে ৩ দফা দাবিতে সোমবার (১২ অক্টোবর) থেকে বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত ধর্মঘট চলবে। ফলে বন্দর খোলা থাকলেও সোমবার থেকে বুড়িমারী স্থলবন্দরে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুনরায় পণ্য আমদানি-রপ্তানি চালু করা হবে বলে জানান আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি।

ওয়াই এ/এডিবি