ন্যাভিগেশন মেনু

ঈদে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন


আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বুধবার (১২ মে) থেকে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভায় বুধবার (১২ মে) থেকে সোমবার (১৭ মে) পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুন আমীন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ী বুড়িমারী স্থলবন্দর ছয়দিন বন্ধ থাকবে। তবে আগামী মঙ্গলবার (১৮ মে) থেকে যথারীতি আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ওয়াই এ/এডিবি/