ন্যাভিগেশন মেনু

বৃষ্টির আর সম্ভাবনা নেই, বাড়বে শীত


আজ থেকে বৃষ্টি হবার কোন সম্ভাবনা নাই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কিন্তু শীত বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে।

তবে আজকের পর আর বৃষ্টি না হলেও শীত আবার জেঁকে বসতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রবিবার রাতে তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত।

এদিকে  ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে মৃদু বা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়াও এ মাসের মাঝামাঝি ও শেষের দিকে আরও দুটি শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ওয়াই এ / এস এস