ন্যাভিগেশন মেনু

বৃষ্টির পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা


গত কিছুদিন ধরে চলা প্রচণ্ড তাপদাহের মাঝে আজ রবিবার এক পশলা বৃষ্টিতে নেমে এসেছে নগর জীবনে স্বস্তির পরশ।

এদিন সকালে ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এতে অনেকটা স্বস্তি পেয়েছেন গরমে অতিষ্ঠ দেশবাসী।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে।

তাছাড়া সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দু’একদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমআইআর /এসএস