NAVIGATION MENU

টানা বর্ষণে জলাবদ্ধতা, বৃষ্টি থাকবে আরও ৩ দিন


মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাজধানীতে গত দুইদিন ধরে ভারি বৃষ্টিপাতে ভোগান্তিতে নগরবাসী। সকাল থেকে এখনও থেমে থেমে ভারি বৃষ্টি হচ্ছে।

গত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতি বর্ষণে রাজধানীর বেশির ভাগ সড়কেই সৃষ্টি হয়েঝে জলাবদ্ধতা। সর্বোচ্চ বৃষ্টি ১২২ মি.মি.রেকর্ড করা হয় সিরাজগঞ্জের তাড়াশে।’

আগামী তিনদিন প্রায় সারাদেশে মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে দেশের অভ্যন্তরীণ আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাবে বলা হয়েছে, ‘রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ- পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’

এমআইআর/ওআ