ন্যাভিগেশন মেনু

বৃষ্টি সঙ্গে নিয়ে ঈদ পালন


অঝোর ধারায় বৃষ্টিকে সঙ্গে করেই পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হলো। বুধবার সকাল থেকেই আকাশে ছিল জলভরা মেঘ এর মধ্যেই ঢাকার অনেক স্থানে সকাল ৭টা থেকে ঈদ জামাত শুরু হয়। একই সময় ঝুম বৃষ্টি নামায় দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করে মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

ঢাকায় সুপ্রিমকোর্টের সামনে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।জাতীয় ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা।

ঈদের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা। এ নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।শুধু ঢাকা নয়, দেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে।

ঢাকায় টানা দেড় ঘণ্টা বৃষ্টি হয়। বুধবার সারাদিন রোদ-বৃষ্টির খেলা থাকবে। বৃষ্টির কারণে ঈদের দিন সারাদেশে তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে।

বুধবার না বৃহস্পতিবার ঈদ হবে এনিয়ে মঙ্গলবার ছিল চরম উদ্বেগ। কেননা ঈদ পালনে ব্যাপক আনুষ্ঠানিকতা থাকে। ঘোষণা শোনার জন্য সবার নজর ছিল টেলিভিশনের পর্দার দিকে।

ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ মঙ্গলবার রাত ৯টার দিকে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছিলেন, বৃহস্পতিবার পালিত হবে ঈদুল ফিতর। ওই সিদ্ধান্ত গণমাধ্যমে প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর।

এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় আলোড়ন।দুই ঘণ্টা বাদে মঙ্গলবার রাত ১১টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ফের সংবাদ ব্রিফিংয়ে জানান, দেশের আকাশে মঙ্গলবার চাঁদ দেখা গেছে। বুধবার সারা দেশে ঈদ পালিত হবে। চাঁদ দেখার সংশোধিত ঘোষণার ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টার পর কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার শতাধিক ব্যক্তি চাঁদ দেখেছেন বলে খবর আসে।

তখন ওই খবরের সত্যতা যাচাইয়ের জন্য কুড়িগ্রাম এবং লালমনিরহাটের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয় এরপর চাঁদ দেখা কমিটির সদস্যরা বৈঠক করেন। শরীয়ত মোতাবেক কোরআন হাদিসের আলোকে চাঁদ দেখার সংশোধিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এসএস