NAVIGATION MENU

বেগমগঞ্জে একলাশপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১


নোয়খালীর বেগমগঞ্জে জমি দখলের উদ্দেশ্যে সিরাজ মিয়া (৫৫) নামে এক দোকান মালিককে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সেইসঙ্গে দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে একলাশপুর ইউনিয়নের ভিআইপি সড়কের রিকশাস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা  হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একলাশপুর ইউনিয়নের ভিআইপি সড়কের রিকশাস্ট্যান্ড এলাকার সিরাজ মিয়ার সাথে একই এলাকার আবদুল ওহাবের সাথে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে ধরে সোমবার গভীর রাতে আবদুল ওহাবের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী সিরাজ মিয়ার বাড়ির পাশে তার একটি দোকান ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা হাতবোমা বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুঁড়ে পুরো এলাকায় আতংক সৃস্টি করে। এ সময় আবদুল ওহাব ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। পরে সন্ত্রাসীরা দোকান ঘরের চালা, বেড়া ও খুঁটি সবকিছু ভেঙ্গে তছনছ করে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামন শিকদার জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যপারে দোকানের মালিক সিরাজ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

এস এ/এডিবি