ন্যাভিগেশন মেনু

বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় বিধায়কের ছেলেসহ নিহত ৭


ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর বেঙ্গালুরুতে দ্রুতগতির একটি আওডি গাড়ি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াটার দিকে বেঙ্গালুরুর কোরমঙ্গলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্তান টাইমস জানায়, ভিআইপি নম্বর প্লেট থাকা আউডি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে গাড়ির সামনের অংশ পুরো দুমড়ে যায়। এই গাড়িতে ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে এবং তার স্ত্রী তাদের বন্ধুদের সঙ্গে 'লেট নাইট ড্রাইভে' বের হয়েছিলেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। গাড়িটি পুরো চুড়মার হয়ে গেয়ে।

পুলিশ জানায়, গাড়িতে থাকা কোনও ব্যক্তি সিটবেল্ট পরে ছিলেন না। এই কারণেই মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুত গতিতে আসা গাড়িটি খুব জোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে। ধাক্কা এতোটাই প্রবল ছিল যে সঙ্গে সঙ্গে গাড়ির একটি চাকা উড়ে যায়। তিন মহিলসহ ৬ জন ঘটনাস্থলেই মারা যান। আহত একজন পরবর্তীতে হাসপাতালে প্রাণ হারান।

সিবি/এডিবি/