ন্যাভিগেশন মেনু

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পূজা উপলক্ষে ট্রাকচালকরাও ট্রাক চালাতে চান না। এ কারণে কোনও পণ্য আনা-নেওয়া হবে না।

রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সব আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ খবর নিশ্চিত করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘কালীপূজা উপলক্ষে রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের আগেই জানিয়ে দিয়েছে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।’

সিবি/এডিবি