ন্যাভিগেশন মেনু

বেনাপোল-শার্শায় মোট করোনা আক্রান্ত ৬৮, মৃত্যু ২


যশোরের বেনাপোল ও শার্শায় নতুন করে একজন সাংবাদিকসহ ছয়জনের করোনা সনাক্ত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল-শার্শায় ছয়জনের সনাক্তের রিপোর্ট এসেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।

এ নিয়ে এখন পর্যন্ত বেনাপোল-শার্শায় মোট আক্রান্তের সংখ্যা ৬৮ জন। মৃত্যু হয়েছে দুইজনের।

এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৪৯ জন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, প্রতিদিনই নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো হচ্ছে। প্রতিদিনই ৫ থেকে ৮ জনের পজিটিভ রিপোর্ট আসছে। এখন প্রতিটি মানুষের উচিত ঘরে থাকা। এ জন্য তিনি শার্শার সচেতন জনগনকে আরও সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলেছেন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি।

তিনি আরও জানান, আক্রান্তদের বাড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হয়েছে।

সিবি/এডিবি