ন্যাভিগেশন মেনু

বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্য বন্ধ


করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের সীমান্ত বাণিজ্য ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিন্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

এদিকে, ট্রাকজট সৃষ্টি হওয়ায় মঙ্গলবার ও বুধবার দ্রুত পণ্যচালান ডেলিভারি দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন তরফদার।

তিনি বলেন, 'তবে বাজার নিয়ন্ত্রণের জন্য পন্য খালাসে সরকারি নতুন কোন নির্দশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।'

পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ‘বন্দরের ট্রাক টার্মিনাল, পেট্রাপোল পার্কিং ও বনগাঁও টার্মিনালে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে। অধিকাংশ ট্রাকই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামাল  নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।‘

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট খোলা থাকবে। তবে নিষেধাজ্ঞা থাকায় বিদেশিরা ঢুকতে পারবেন না দেশে। শুধুমাত্র ভারতে অবস্থানকারী বাংলাদেশিরাই আসতে পারবেন। কিন্তু বাংলাদেশে অবস্থান করা ভারতীয়রা যেতে পারবেন না।

ওয়াই এ/ এডিবি

আজকের বাংলাদেশ পোস্টে আরো পড়ুন: