ন্যাভিগেশন মেনু

বেফাঁস মন্তব্য করে মানহানি মামলায় শোয়েব আখতার


পাকিস্তানের জনপ্রিয় সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভী।

নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন সমালোচনা করে তিনি নিজেই সমালোচনার পাত্রে পরিণত হয়েছেন। পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল ৩ বছর নিষিদ্ধ হওয়ার পরে এই ইস্যুতে একটি ভিডিও বার্তা দেন শোয়েব। সে ভিডিওতে পাকিস্তান বার কাউন্সিল ও রিজভীর সমালোচনাও করেন তিনি। আইনি কাজে রিজভীর অভিজ্ঞতা ও দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন শোয়েব।

এরপর রিজভী নিজেই শোয়েবের নামে মানহানির মামলা করেছেন। বেফাঁস মন্তব্য করে এই মামলার অভিযুক্ত হলেন শোয়েব। এবার রীতিমতো আইনি লড়াইয়ে নেমে যেতে হবে তাকে।

আইনি নোটিশে শোয়েবকে তার কথা ফিরিয়ে নেয়া ও কথাগুলো বলার জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মানহানির পাকিস্তানি মুদ্রার ১০০ মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন রিজভী। তাছাড়া পরবর্তীতে যেন শোয়েব এই ধরনের কাজ না করেন সেই জন্যও অঙ্গীকার করার নির্দেশ দেয়া হয়েছে।

এমআইআর/ এডিবি