ন্যাভিগেশন মেনু

বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ সেনা নিহত


পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৮ জন আহত হয়েছেন I আহত অনেকের অবস্থা গুরুতর I

রবিবার (৫ সেপ্টেম্বর) মোটর বাইকে চড়ে আত্মঘাতী বোমা হামলাকারী প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি নিরাপত্তা চৌকিতে আধা সামরিক ফ্রন্টিয়ার কর্পস বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়I

সোমবার (৬ সেপ্টেম্বর) ভয়েস অব আমেরিকা‘র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শীর্ষ প্রাদেশিক পুলিশ অফিসার, আজহার আকরাম জানান, তদন্তকারীরা বোমা হামলাকারীর দেহের অঙ্গ খুঁজে পেয়েছেনI

নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান ভোরের হামলার দায়িত্ব স্বীকার করে জানায় যে তারা সেনাদের হত্যা এবং ৩০ জনের অধিক ফ্রন্টিয়ার সেনাদের আহত করেছে I

পাকিস্তানের প্রধানমন্ত্রী, ইমরান খান এই হামলার নিন্দা জানিয়ে টুইটার বার্তায় বলেন, ‘আমি কোয়েটার মাসতুঙ্গ রোডের ফ্রন্টিয়ার চৌকিতে তেহরিক ই তালিবান পাকিস্তানের আত্মঘাতী হামলার নিন্দা জানাচ্ছিI আমি শহীদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই এবং আহতদের রোগমুক্তির জন্য প্রার্থনা করছিI নিরাপত্তা বাহিনী ও তাদের আত্মত্যাগের মাধ্যমে তারা আমাদেরকে বিদেশের সমর্থিত সন্ত্রাসীদের হামলা ব্যর্থ করে নিরাপদ রেখেছেন, সেজন্য তাদেরকে আমাদের অভিবাদন জানাই।’

তেহরিক ই তালেবান পাকিস্তান সাম্প্রতিক দিনগুলিতে দেশে হামলা বৃদ্ধি করেছেI পাকিস্তানের কর্মকর্তারা জানান, গ্ৰুপটির পলাতক নেতারা আফগানিস্তানের সীমান্ত এলাকার অভয়ারণ্য থেকে সহিংসতা চালানোর নির্দেশ দিয়ে থাকেI

পাকিস্তানের আন্ত সার্ভিস গোয়েন্দা দপ্তরের প্রধান, জেনারেল ফয়েজ হামিদ শনিবার আফগানিস্তান সফর করেন এবং খবরে জানা যায় যে তিনি তেহরিক ই তালেবানের ব্যাপারে আফগান তালেবান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন, যারা, ১৫ই অগাস্ট কাবুলে আবারো ক্ষমতায় ফিরে এসেছেI

আইএসআই আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক বজায় রেখেছে এবং বিগত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্র পরিচালিত হামলার বিরুদ্ধে বিদ্রোহীদের অভিযানের সময় এসব শাসকদের আশ্রয় দিয়েছেI

সিবি/ওআ