NAVIGATION MENU

বেড়ায় করোনায় জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন


করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বেড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) একযোগে সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কানাইবাড়ী মোড় হতে বেড়া বাজারের বিভিন্ন রাস্তায় “নো মাস্ক নো সার্ভিস” ব্যানার নিয়ে র‍্যালিটি প্রদক্ষিণ করে।

এ সময় মানববন্ধনে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এনএস/এসএ/এডিবি