ন্যাভিগেশন মেনু

বেড়েছে ডেঙ্গু, জানুন মশার উপদ্রব থেকে বাঁচার উপায়


দেশে করোনা মহামারির ঊর্ধ্বগতির মধ্যেই মাথাচারা দিয়েছে ডেঙ্গু। এডিস মশার মাধ্যমে এ রোগে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এছাড়া মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে।

চলুন জেনে নেওয়া যাক মশা তাড়ানোর সহজ কিছু প্রাকৃতিক উপায়-

⥇ মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।

⥇ নিমের মতোই প্রয়োজনীয় তুলসি। শোয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান, তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপনার ঘুমও হবে শান্তির।

⥇ মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণ। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।

⥇ পুদিনা পাতার মশা দূরে রাখার ক্ষমতা রয়েছে। ১টি ছোট বোতলে নারকেল তেল বা আমন্ড অয়েল নিয়ে তাতে কয়েকটি পুদিনা পাতা থেতলে সম্পূর্ণ ডুবিয়ে রাখতে হবে। ২-৩দিন পর পাতা থেকে তেল ছেঁকে নিতে হবে। আর তেল বানাতে না চাইলে উপরের ঘরে পুদিনা পাতা জ্বাল দিয়ে গরম পানির ভাপটাও দিতে পারেন। আর এই তেল মসকিউটো রিপেলেন্ট হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে।

⥇ মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।

রসুন থেকে একশো হাত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন পানিতে ফুটিয়ে নিন। এবার সেই পানি সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে যোজন যোজন দূরে।

ওআ/