ন্যাভিগেশন মেনু

রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭০ রোগী


রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন ডেঙ্গু রোগী

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রবিবার ভর্তি হন ৫৩ জন। আর চলতি মাসের ১২ দিনে মোট রোগী ভর্তি হয়েছেন ৪২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এ পর্যন্ত ২০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে শুধু ঢাকায় ১৩২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর পরের ছয় দিনে ২২১ জন। এ ছাড়া ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন।

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজনন বেশি হয়। তাই তিনদিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দিতে পরামর্শ দিয়েছেন তারা।

সিবি/এডিবি/