ন্যাভিগেশন মেনু

বেড়েছে ভোজ্য তেলের দাম


রাজধানীতে খোলা ও বোতল-জাত ভোজ্যতেলের দাম বৃদ্ধির  ঊর্ধ্বগতি ঠেকাতে সরকারকে এখনই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।

রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান, বোতল-জাত সয়াবিনের দাম বেড়েছে কেজিতে ২-৬ টাকা। খোলাবাজারে ৭ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কথা বলছেন বিক্রেতারা।

আরেক বিক্রেতা বলেন, পাম ওয়েল আগে ৬৫ টাকা বিক্রি করতাম। আর এখন ৭০ টাকায় আমরা ক্রয় করি। আর তাই ৭২ টাকায় বিক্রি করি।

এদিকে বাজারে আসা ভোক্তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে কার্যকর ও কৌশলী হতে হবে সরকারকে। সবগুলো পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন।

ওয়াই এ / এস এস 

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://www.ajkerbangladeshpost.com