ন্যাভিগেশন মেনু

বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণ টাকায় পরিশোধের প্রস্তাব এসেছে: অর্থমন্ত্রী


বিদেশি ঋণ টাকায় পরিশোধের জন্য প্রস্তাব এসেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বিশ্বের দুটি শীর্ষ স্থানীয় ব্যাংক সিটি ব্যাংক ইন্টারন্যাশনাল ও এইচএসবিসি ব্যাংকের সাথে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক উৎস থেকে নেওয়া ঋণগুলো এখন থেকে টাকায় পরিশোধের জন্য প্রস্তাব এসেছে। কেননা ডলারের বিপরীতে টাকার মান সব সময় উঠানামা করে। এক্ষেত্রে টাকার মূল্যমান নির্দিষ্ট রেখে ডলারের বিপরীতে নেওয়া ঋণ টাকায় পরিশোধ করা হলে বাংলাদেশ লাভবান হবে।

ব্যাংক দুটি বাংলাদেশে পুঁজিবাজার ও বন্ড মার্কেটে বিনিয়োগ বাড়াতে চায়। এই সংক্রান্ত দুটি প্রস্তাব ইতোমধ্যে আলাদা আলাদা ভাবে অর্থমন্ত্রীকে দেওয়া হয়েছে।

এমআইআর / এস এস 

আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost