ন্যাভিগেশন মেনু

বৈষম্যবিরোধী আন্দোলন: চট্টগ্রামে ১৬ এইচএসসি পরিক্ষার্থীর জামিন


বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেফতার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট মো. অলি উল্লাহ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ শহিদুল ইসলামের আদালত পৃথক আদেশে তাদের জামিন দেন।
 ১৬ শিক্ষার্থীরা হলেন- রেজাউল আজিম, মনিরুল ইসলাম আতিক, আবদুল্লাহ মোহাম্মদ তাহিদ, আবদুল জব্বার, ইসরাফুল আক্তার, মইন 

উদ্দিন, আবদুল্লাহ বিন আইয়ুব, আজিজ উল্লাহ, রাশেদুল ইসলাম, রবিউল হাসনাত সৌরভ, অজয় চৌধুরী, রাকিবুল আলম আসিফ, তাহের শাহ ফাহিম, ফয়সাল মাহমুদ ফাহিম, আজিজ উল্লাহ ও আবু রায়হান।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, কোটা আন্দোলনকে ঘিরে নাশকতা মামলায় চট্টগ্রামের বাঁশখালী, রাউজান ও লোহাগাড়া থেকে ৩ এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হয়েছিল। বিশেষ আবেদনের শুনানি শেষে আদালত দুই হাজার টাকা বন্ডে তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিনের আদেশ দিয়েছেন। চট্টগ্রাম জেলায় কোনো মামলায় এইচএসসি পরিক্ষার্থী গ্রেফতার হলে তাদের পরিবারকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা তাদের সন্তানদের জামিন করে বের করে আনবো।’

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে চলমান এইচএসসি পরীক্ষার্থী এবং গুরুতর অভিযোগ নেই, এমন শিক্ষার্থীদের সরকার আইনি সহায়তা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।