ন্যাভিগেশন মেনু

বোরকা পরে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ, বিচারের দাবিতে মানববন্ধন


সিলেট জেলার কানাইঘাট উপজেলায় তিন সন্তানের জননী বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা জুবায়ের হাসান শিপুকে ১৭ দিন পার হলেও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন অভিযুক্ত।

সোমবার (৮ মার্চ) দুপুরে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ধর্ষকের বিচারের দাবিতে এক মানববন্ধন করেছে সিলেট নগরীতে অবস্থানরত কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকার লোকজন এবং ভিকটিম নারীর অনেক স্বজন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের এপিপি এডভোকেট মামুন আহমদ, যুবনেতা আব্দুল বাছিত মাখন, নোমান আহমদ সোহেল, সুলেমান আহমদ দুর্জয় প্রমুখ।

বক্তারা ‘ধর্ষক’ ছাত্রদল নেতা জুবায়েরের অবিলম্বের গ্রেপ্তার ও বিচার দাবী করে বলেন, ঘটনার ১৭ দিন অতিবাহিত হওয়ার পরও আসামীকে গ্রেপ্তার করতে না পারা দুঃখজনক। এরকম ঘটনার প্রতিবাদ ও প্রতিরোধে ধর্ষকের আত্মীয়-স্বজনসহ সবাইকে সোচ্চার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, সিলেট  সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক এবং কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের মৃত শাহাব উদ্দীনের ছেলে জুবায়ের হাসান শিপু (২৭) গত ১৯ ফেব্রুয়ারী রাত ১২ টার পর বোরকা পরে তারই প্রতিবেশি ওই নারীর বাঁশ-বেতের ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে এবং আনুমানিক ১ টার দিকে ধারালো ছুরি দেখিয়ে তিন সন্তানের এই জননীকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার হয়ে ওই নারী ভিটাছাড়া হয়েছেন। ফেরবার ধর্ষণ ও অত্যাচার থেকে বাঁচতে বাপের বাড়ি আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক পলাতক হলেও লোকলজ্জ্বার ভয়ে স্বামীর ভিটায় এখনো ফেরেননি উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের আগতালুক গ্রামের অকাল বিধবা এই নারী। 

এই ঘটনার কানাইঘাট থানায় একটি মামলা হয়েছে। কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে ০১/০৩/২০২১ ইং তারিখে মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামী গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। শীঘ্রই আসামী গ্রেপ্তারের ব্যাপারে পুলিশ আশাবাদী।

ভিকটিমের ভাই  জানান, তার ৩১ বছর বয়সী বোনের ১১ বছর বয়সী একটি মেয়ে, ৮ ও ৪ বছর বয়সী দুইটি ছেলে রয়েছে। ছোট ছেলেকে মাত্র কয়েক মাসের রেখে প্রায় সাড়ে তিন বছর আগে মারা যান স্বামী। ঘটনার রাতে বিধবা নারীর তিন সন্তানের বড় দুই জন ছিল তাদের মামার বাড়িতে। এই সুযোগে জুবায়ের ধারালো দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত জুবায়ের পলাতক হলে তার স্বজনরা তাদেরকে নানাভাবে হুমকি  দিচ্ছেন। ফলে তার বোন স্বামীর বসতভিটায় যেতে পারছেন না।

এজে/ওআ