NAVIGATION MENU

বোল্ড লুকে অলিভিয়া


ভারতীয় বাংলা টেলিভিশনের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার। জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘সীমারেখা’তে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার বেশ নিয়মিত সদস্য এই অভিনেত্রী সর্বদাই পোস্টের মাধ্যমে হাজির থাকেন ভক্তদের মাধ্যমে। নিত্যনতুন আকর্ষণীয় সাজে ও লুকে ধরা দেন নেট দুনিয়ায়।

ভক্তদের কীভাবে নিজেদের দিকে আর্কষিত করে রাখতে হয় তা অভিনেত্রী ভালোই জানেন। অভিনয়ে যেমন এক একটা জাল থেকে বেরিয়ে নতুন করে নিজেকে মেলে ধরেছেন। ঠিক একইভাবে চরিত্রের রহস্যের মতো বাস্তব জীবনেও দিনের সঙ্গে সঙ্গে আরো বোল্ড রুপে হাজির হয়েছেন অভিনেত্রী। 

একের পর এক উষ্ণ আবেদনে মোহময়ীকে দেখে পুরুষদের ঘুম উড়ে গেছে। সম্প্রতি ইনস্টা-তে বেশ কিছু হট ফোটোশুটের কোলাজ ভিডিও শেয়ার করেছেন ‘সেক্সি লেডি’ যা রীতিমতো ভাইরাল হয়।

এবার এই মোহময়ী নায়িকা সাহসী ফটোশুটে নিজেকে মেলে ধরেছেন। পুলে সুইম সুট পড়ে বোল্ড লুকে মাত করলেন মন্টু পাইলটের এই অভিনেত্রী। বিনা মেকাপে ভেজা চুলে জলে ভেসে চললেন অলিভিয়া। আর এই পোস্ট শেয়ার হতে না হতে ইন্সটাগ্রাম হ্যান্ডেলে লাইকের বন্যা বয়ে চলেছে। 

অবশ্য এই পোস্টের জন্য নানান কটুক্তি শুনতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু কুছ পরোয়া নেই অভিনেত্রীর। নিজেই নিজের মত মত্ত অভিনেত্রী। মুহূর্তে অভিনেত্রীর নতুন এই ছবি ভাইরাল।

ওআ/