ন্যাভিগেশন মেনু

ব্যাংককে পুলিশ ও রাজার সমর্থকদের সংঘর্ষে আহত ৫৫


থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পার্লামেন্টের বাইরে পুলিশ এবং রাজার সমর্থকদের মধ্যে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিক্ষোভকারীরা কাঁটাতারের বেড়া এবং কংক্রিটের বেষ্টনি সরিয়ে পার্লামেন্ট চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। তখনই সংঘর্ষ সহিংসতার রূপ নেয়।

থাইলান্ডে গত জুলাইয়ে তরুণদের নেতৃত্বে নতুন গণতন্ত্রপন্থি প্রতিবাদ বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে মঙ্গলবারের এই বিক্ষোভেই সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে।

বিক্ষোভকারীরা সংবিধান সংশোধনসহ প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার পদত্যাগের পাশাপাশি রাজা মাহা ভাজিরালং কর্ণর ক্ষমতাও খর্ব করার দাবি জানিয়ে আসছে।

সিবি/এডিবি