ন্যাভিগেশন মেনু

ব্যাংক ও আর্থিকখাত নিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াত-শিবির – ডিবি প্রধান


দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা, দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করা এবং সরকারকে বেকায়দায় ফেলতে জামায়াত-শিবিরসহ দেশবিরোধী চক্র দেশের ব্যাংক ও আর্থিকখাত নিয়ে গুজব  ছড়াচ্ছে।

অপপ্রচার চালিয়ে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার  লক্ষে যে সকল দেশবিরোধী চক্র কাজ করে চলেছে তাদের অনেকেই ডিবি পুলিশ গ্রেপ্তার করতেছে।

সোমবার (৯ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, যারা না জেনে, ব্যাংকে না গিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তাদের আমরা গ্রেপ্তার করেছি, ‘তারা সবাই  জামায়াত-শিবিরের সমর্থক বলে তারা স্বীকার করেছেন।‘

ডিবির এ কর্মকর্তা বলেন, ‘জামায়াত-শিবিরের সমর্থক বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন, তারা সেখান থেকে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন কথা বলে চলেছেন। আবার বাংলাদেশেও তাদের কিছু লোক রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি, রিমান্ডে এনে তথ্য আদায়ের কাজ চলমান আপনাদের পরবর্তীতে জানাব।

তিনি আর বলেন, তাদের সঙ্গে আরো কারা কারা আছেন, কারা বিদেশ থেকে এ ধরনের নীতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছেন, সেটার তথ্য আমরা পেয়েছি। পরবর্তীতে সব কিছু তদন্তে বের হয়ে আসবে।