ন্যাভিগেশন মেনু

ব্যাট হাতে লড়ছে লিটন-মাহমুদউল্লাহ


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। দলীয় মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাইফ ০ ও শান্ত ২ রানে আউট হলে সাদমানকে নিয়ে হাল ধরেন মুমিনুল।

তবে নিজের ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভারের ফুল লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২৩ রান করা সাদমান।

এরপর ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের রান মেশিন মুশফিকুর রহিম। তবে মুমিনুল একপ্রান্ত আগলে রেখে খেললেও সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ১১ ও সাকিব আউট হন ৩ রান করে। এতে স্কোর বোর্ডে ১০৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা।

তবে ৩২ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়া মুমিনুল দ্বিতীয় সেশনে নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। পরে হাফসেঞ্চুরিয়ান মুমিনুলও সাজঘরে ফিরলে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ আর লিটন দাস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ ২৬৩ রান। লিটন দাস ৯৩ রানে অপরাজিত রয়েছেন ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করছেন ৪৭ রানে।

এমআইআর/এডিবি