ন্যাভিগেশন মেনু

ব্রাজিলে প্লেন বিধ্বস্ত হয়ে চার ফুটবলারসহ নিহত ৬


ব্রাজিলে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে চতুর্থ বিভাগের ক্লাব পালমাসের চার খেলোয়াড়, ক্লাবটির সভাপতি ও প্লেনের পাইলট নিহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার (২৩ জানুয়ারি) দলের চার খেলোয়াড়, একটি ছোট প্লেনে একটি ঘরোয়া কাপে অংশ নিতে যাওয়ার সময় প্লেনটি উড্ডয়নের সময় রানওয়ের শেষপ্রান্তে গিয়ে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইয়াহু নিউজ।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্লেন বিধ্বস্ত হয়ে ক্লাব সভাপতি লুকাস মেইরা, ফুটবলার লুকাস প্রাক্সেদেস, গুইলহেরমে নোয়ি, রানুলি, মার্কাস মোলিনারি ও পাইলট ওয়াগনার মাচাদো নিহত হয়েছেন।

প্লেনটি তোকানতিনেসে অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের রানওয়ে থেকে উড্ডয়নের পর শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয়। এতে প্লেনে থাকা ছয়জনেরই মৃত্যু হয়েছে।

এই ঘটনায় ব্রাজিলের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। প্লেন বিধ্বস্ত হয়ে ব্রাজিলে ফুটবলার নিহতের সর্বশেষ ঘটনা এটি।

এর আগে ২০১৬ সালে এক প্লেন দুর্ঘটনায় শাপেকোয়েনসে ক্লাবের প্রায় সব ফুটবলার নিহত হন। এর দুই বছর পর ব্রাজিলের সাবেক অধিনায়ক ফার্নান্দো হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন।

এডিবি/