ন্যাভিগেশন মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব কাণ্ডে আরও ৫জন গ্রেপ্তার


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতার নামে জ্বালাও-পোড়াও করার অভিযোগে হেফাজতের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  হেফাজতের কমী ও সমর্থক এই পাঁচজনকে গ্রেপ্তার করে। আজ  শুক্রবার জেলা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয় ।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত তাণ্ডব কাণ্ডে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৯২ জন।

জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান,  হেফাজত তাণ্ডবের স্থির ও ভিডিও চিত্র দেখে তাদের  বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এ পর্যন্ত মামলা হয়েছে ৫৬টি । এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় একটি। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরো প্রায় ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট ৩৯২জন।

এস এস