ন্যাভিগেশন মেনু

বড়াইগ্রামে টাকা ফেরত পেতে এনজিও গ্রাহকদের মানববন্ধন


নাটোরের বড়াইগ্রামে টাকা নিয়ে উধাও ‘দি হাসি হাসি ফাউন্ডেশন’ নামের একটি এনজিও’র সত্ত্বধিকারী হঠাৎ প্রায় ৮’শ গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় টাকা ফেরত পেতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহক এবং এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার জোনাইল বাজারে এই মানববন্ধনের করা হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, সমিতির ক্যাশিয়ার স্বপ্না খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম জালাল, সমিতির অফিস কক্ষের ভাড়া মালিক আমির হোসেন মোহরি, শিক্ষক পিঞ্জু সরকার সহ ভুক্তভোগী গ্রাহকরা।

এসময় বক্তারা বলেন, এনজিওটি এলাকায় তিন বছর ধরে প্রায় ৮’শ গ্রাহক তৈরী করে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছিল। যাতে গ্রাহকদের বিভিন্ন অংকের সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় ৪০লক্ষ টাকা। গত মঙ্গলবার হঠাৎ করে অফিসে তালা ঝুলতে দেখে গ্রাহকরা এনজিওটির সত্ত্বধিকারী সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল থানার হাটিপাড়া গ্রামের বাসিন্দা হারুনুর রশিদ বাদশা’র খোঁজ করার চেষ্টা করেন। কিন্তু তিনি গা ঢাকা দেওয়ায় হতাশ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট গ্রাহকরা।

এসময় বক্তারা দ্রুত এনজিওটির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেআর/সিবি/ওআ