ন্যাভিগেশন মেনু

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের আরোহী কলেজছাত্র মো. জুবায়ের আহমেদ জিহাদ (১৮) নিহত হয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রবিবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রামের আহমেদপুর ফিলিং স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত জিহাদ একই উপজেলার জুয়াড়ি ইউনিয়নের কায়েমকোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, রবিবার সন্ধ্যায় নাটোর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন জিহাদ, শাকিল ও সবুজ। পথে ওই মহাসড়কের আহমেদপুর ফিলিং স্টেশনের সামনে এলে একটি ভটভটি সঙ্গে তাদের মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই তিন আরোহী। সে সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জিহাদের অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

দুর্ঘটনাকবলিত ভটভটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান ওসি মোজাফ্ফর হোসেন।

সিবি/এডিবি/