ন্যাভিগেশন মেনু

বড় টার্গেটে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ


পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এই টেস্ট জিততে হলে চতুর্থ ইনিংসে রান তাড়া করার বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে টাইগারদের।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল ও মুশফিকুর রহিমের বিদায়ের পর অনেকটা পিছিয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেটে ১৭৩ রান, জয়ের বন্দরে পৌঁছাতে প্রয়োজন আরো ২৬৫। ১২ রানে লিটন দাস এবং ১ রানে অপরাজিত আছেন মেহেদী হাসান।

লঙ্কান ইনিংস ঘোষণার আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা করেছে ৯ উইকেটে ১৯২, তাদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেছেন করুণারত্নে।

এমআইআর/ এডিবি/