ন্যাভিগেশন মেনু

বয়নপণ্য পুনর্ব্যবহারযোগ্য করার ক্ষমতা বাড়াবে চীন


টেক্সটাইল বর্জ্য, বিশেষ করে অপচনশীল বর্জ্য, পুনর্ব্যবহারযোগ্য করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার লক্ষ্যে একটি নির্দেশিকা প্রকাশ করেছে বিশ্বের মোট টেক্সটাইল ফাইবারের অর্ধেকের উৎপাদক চীন।

বিশেষজ্ঞরা স্বল্প-কার্বন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এ উদ্যোগের সম্ভাব্য ভূমিকার জন্য এর প্রশংসা করেছেন। তারা বলেছেন, এটি দেশের জলবায়ু পরিবর্তন ও দূষণ রোধের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অবদান রাখবে।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং শিল্প, তথ্য প্রযুক্তি ও বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত ওই নির্দেশিকায় বলা হয়েছে, চীনের লক্ষ্য ২০২৫ সাল নাগাদ তার এক-চতুর্থাংশ টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার করা এবং এটি ব্যবহার করে বছরে ২০ লাখ মেট্রিক টন পুনর্ব্যবহৃত ফাইবার তৈরি করা। 

এতে আরও বলা হয়েছে, ২০২৫ সাল-পরবর্তী পাঁচ বছরে দেশে টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহারের জন্য একটি অপেক্ষাকৃত সম্পূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। ততদিনে, চীন তার টেক্সটাইল বর্জ্যের ৩০ শতাংশ পুনর্ব্যবহার এবং বার্ষিক ৩০ লাখ টন পুনর্ব্যবহৃত ফাইবার উত্পাদন করতে সক্ষম হবে। (সূত্র: সিএমজি)