NAVIGATION MENU

বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে ট্রোলড অঙ্কিতা


বয়ফ্রেন্ড ভিকির সঙ্গে ইনস্টাগ্রামে আদরের ছবি পোস্ট করে ট্রোলড হলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। কেন ভিকি? সুশান্ত কেন নয় প্রশ্ন তুললেন সুশান্ত অনুরাগীদের একাংশ! গাঁধী জয়ন্তীর দিন নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিতা। তাতে জীবনের সবচেয়ে কাছের মানুষদের সম্পর্কে দু’এক কথা লিখেছিলেন তিনি। 

প্রথমে মা, এর পর বাবা আর তার পর একে একে ভাই, বোন এবং সব শেষে ভালবাসার কথা। অনুরাগীদের বোঝাতে চেয়েছিলেন, জীবনে কাছের মানুষদের গুরুত্ব কতটা। ভিডিওর একদম শেষে যোগ করেছিলেন একটি ছবি। তাতে অঙ্কিতার বাবা-মা ছাড়াও ছিলেন তার বর্তমান ‘লাভ অব লাইফ’ ভিকি। অঙ্কিতার পাশে দাঁড়িয়ে তাকে আগলে ছিলেন তিনি।

এর পরেই অঙ্কিতার দিকে আঙ্গুল তুলে বেশ কয়েক জন রাতারাতি কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন অভিনেত্রীকে। সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর কেন আবার নতুন করে সম্পর্কে জড়ালেন অঙ্কিতা, তা নিয়েও আসতে থাকে কটু মন্তব্যের ঝড়। অনেকে আবার সুশান্তের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী করলেন তাকেই। যদিও এই বাকবিতন্ডায় নেটাগরিকদের একটা বড় অংশকে পাশে পেয়েছেন অঙ্কিতা। 

সুশান্তের সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর অঙ্কিতার জীবনে বসন্ত আসা কি অপরাধ প্রশ্ন তাদের। সুশান্তের মৃত্যুর পর এক মাস গ্ল্যামারের আলো থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন অঙ্কিতা। এক মাস পরে প্রকাশ্যে গলা ফাটিয়েছেন সুশান্তের জন্য ন্যায়বিচার চেয়ে। পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতার পরিবারের সদস্যরাও। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী সহ বলিউডের বেশ কয়েক জন অভিনেতা কিন্তু ব্যাপারটিকে ভাল ভাবে নেননি। রিয়া তো এক সাক্ষাৎকারে সরাসরি অঙ্কিতাকে বলেছিলেন, এমন ভাব করছে যেন ওই সুশান্তের বিধবা। পাল্টা মুখ খুলেছিলেন অঙ্কিতাও। পাশে পেয়েছিলেন ভিকিকে।

ওআ/