NAVIGATION MENU

ভারতীয় পেঁয়াজ আমদানি সাময়িক বন্ধের দাবিতে মানববন্ধন


ভারতীয় পেঁয়াজ আমদানি সাময়িক বন্ধের দাবিতে মানবববন্ধ করেছে কৃষকদের সংগঠন সেন্টার ফর এভালুয়েটিং অ্যান্ড অ্যাগ্রো মার্কেটিং সেন্টার (সিফামস)।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মেইনগেটের পাশে পেঁয়াজ চাষি ও কৃষি অধিকার কর্মীদের মানববন্ধনে সভাপতিত্ব করেন সিফামসের উপ-সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম।

সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী চার মাস পেঁয়াজ আমদানি না করতে অনুরোধ জানাচ্ছি। এতে কৃষকরা বাঁচবে। তাহলে পরের বছর কৃষকরা আবারও পেঁয়াজ চাষ করতে উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৭ মার্চ) আমি পাবনা গিয়েছিলাম । সেখানে ২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। অথচ ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৫ টাকা করে পড়েছে। এতে কৃষকদের লোকসান হচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, পেঁয়াজ চাষিদের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে অন্তত পেঁয়াজের মৌসুমে যেন কোনো পেঁয়াজ আমদানি না করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মানববন্ধনে সিফামসের নেতাদেরসহ বিভিন্ন কৃষকরা ।

সিবি/এডিবি