ন্যাভিগেশন মেনু

ভারতের অরুণাচল থেকে ৫ যুবককে অপহরণ করেছে চিনা সেনাবাহিনী


ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের আপার সুবর্ণসিরি জেলার নাচো সার্কল এলাকা থেকে পাঁচ যুবককে অপহরণ করেছে চিনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনং এরিং।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, অপহৃত একজনের বড় ভাই প্রকাশ রিংলিংও ট্যুইট করে এই অভিযোগ করেছেন।

অরুণাচল পুলিশের ডিজি আর আর উপাধ্যায় জানিয়েছেন, শনিবার ভোরে নাচো সার্কলের সেরা-৭ এলাকার একটি জঙ্গল থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে। তবে অপহৃতদের পরিবারের তরফে সরকারি ভাবে কোনও অভিযোগ পুলিশ পায়নি। এ ব্যপারে ভারতীয় সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

অরুণাচল প্রদেশের পুলিশ সূত্রে খবর, যেখান থেকে পাঁচ যুবককে অপহরণ করা হয়েছে সেই সেরা-৭ এলাকা থেকে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা ১০০ কিলোমিটার দূরে। তাদের ভোর পাঁচটা নাগাদ অপহরণ করা হয় বলে সন্দেহ করা হচ্ছে।

অপহৃতরা সকলেই স্থানীয় তাজিন সম্প্রদায়ের। তারা খুব ভোরে সেরা-৭ এলাকার জঙ্গলে গিয়েছিলেন গাছের গুল্ম সংগ্রহ করতে।

এডিবি/