ন্যাভিগেশন মেনু

ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩


ভারতের উত্তরাখণ্ডে তুষার ধসের ঘটনায় আরও ৫ মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারী দল। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেঁড়ে পৌঁছেছে ৪৩ জনে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উদ্ধারকারীরা তপোবনের সুড়ঙ্গ থেকে ওই ৫টি মরদেহ উদ্ধার করেন।

উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, এখনও সুড়ঙ্গের ভিতর বেশ কয়েকজন আটকে থাকতে পারেন। তাঁদের সন্ধান পেতে উদ্ধারকাজে গতি আনছেন প্রশাসন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকেই তপোবন-বিষ্ণুগড় সুড়ঙ্গের মধ্যে আরও বড় পথ তৈরি করে উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আশঙ্কা ছিল ভিতরে আটকে রয়েছেন ৩০ জনের মতো। রবিবার সকাল পর্যন্ত সেই প্রক্রিয়া আংশিক শেষ হওয়ার পর নতুন করে ৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সরকারি হিসাব অনুসারে, এখনও ওই এলাকায় ১৬০ জন নিখোঁজ। তাঁদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন। তবে সময় যতো এগোচ্ছে, ততোই তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে।

সিবি/এডিবি