ন্যাভিগেশন মেনু

ভারতের কানপুরে মিনিবাস ও লোডারের সংঘর্ষে নিহত ১৭


ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন।

গতকাল মঙ্গলবার (৮ জুন) রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোহিত আগারওয়াল বলেন, বাসটি লখনউন থেকে দিল্লি যাওয়ার পথে কানপুরের সাচেন্দি অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। আহতদের নগরীর হ্যালেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্থদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এক ট্যুইটে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই অনুদান দেওয়া হবে।

নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

এস এ/এডিবি/