ন্যাভিগেশন মেনু

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১৩ জনের মৃত্যু


ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে আগুন লেগে প্রাণ হারালেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে মুম্বইয়ের পালঘরের কাছে বীরারের বিজয় বল্লভ কোভিড হাসপাতালে।

হিন্দুস্তান টাইমস জানায়, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক বা চিকিৎসাকর্মী ছিলো না। হাসপাতালটিতে মোট ৯০ জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আইসিউতে ছিলেন ১৭ জন রোগী। তাদের মধ্যে প্রাণ হারিয়েছে ১৩ জন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ১০টি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। পাশাপাশি করোনা রোগীদের সেই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী অবিনাশ পাটিল তার মাকে হাসপাতালে ভর্তি করতে এনেছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, হাসপাতালে অগ্নি নির্বাপণ ব্যবস্থা বিকল ছিল। ওয়াটার স্প্রিংকলার বা অগ্নি নির্বাপক সিলিন্ডারের কাজ করছিলো না। ঘটনার সময় কোনও চিকিৎসককে দেখা যায়নি। শুধু দুইজন নার্স তখন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন।

এডিবি/