NAVIGATION MENU

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় সেনা নিহত


ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৯ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে। তবে আহতরা বিপদমুক্ত বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এনডিটিভি জানায়, এ ঘটনার পরই ছত্তিশগড়ে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ভারতীয় গণমাধ্যম জানায়, সুকমা জেলায় সেন্ট্রাল রির্জাভ ফোর্স (সিআরপিএফ) সদস্যদের লক্ষ্য করে আইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন। বিস্ফোরণে সিআরপিএফের আরও কয়েক সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভারতজুড়ে এই মুহূর্তে ‘মাওবাদী’ দল ও গ্রুপের সংখ্যা কতো, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে মাওবাদী কমিউনিস্ট সেন্টার (এমসিসি) এবং পিপলস ওয়ার গ্রুপ (পিডব্লিউজি) বেশ বড় এলাকাজুড়ে সক্রিয়। এদেরই ঐক্যবদ্ধ নাম সিপিআই (মাওবাদী)।

সিবি/এডিবি