ন্যাভিগেশন মেনু

ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর জন্য আসছে এয়ার ইন্ডিয়া ওয়ান


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমান নিরাপত্তা পেতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতি। তাঁদের আকাশপথে যাত্রা নিরাপত্তা আরও জোরদার করতে আগামী সপ্তাহেই ভারতে আসছে নতুন হাই সিকিউরিটি এয়ারক্রাফট৷ ঠিক যে ধরনের এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যবহার করে থাকেন।

এটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআরএস প্লেন, যা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপ-রাষ্ট্রপতির জন্য আনা হচ্ছে৷

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে প্লেনে চড়েন, সেই এয়ার ফোর্স ওয়ান প্লেনের মতোই যাবতীয় সুরক্ষা ব্যবস্থা থাকবে ভারতের প্রধানমন্ত্রীর যাতায়াতের জন্য কেনা নতুন এই প্লেনে৷ যাকে বলা হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান৷

সূত্রের খবর অনুযায়ি, দু'টি বোয়িং ৭৭৭-৩০০ ইআরএস প্লেনের অর্ডার ভারত দিয়েছিল৷ তার মধ্যে একটি আগামী সপ্তাহে চলে আসছে৷ দ্বিতীয়টি আসবে এ বছরের শেষের দিকে। 

নতুন এই প্লেনের নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম লার্জ এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টারমেজার্স(LAICM) এবং সেল্ফ প্রোটেকশন স্যুইট (SPS) থাকছে৷ এর পাশাপাশি উন্নত যোগাযোগ ব্যবস্থাও থাকছে এই প্লেনে। যাতে কোনভাবেই আঁড়ি পাতা সম্ভব নয়৷ এয়ার ইন্ডিয়ার হাতে প্লেনটি দেওয়া হলেও এটি পরিচালনার দায়িত্বে থাকবে ভারতীয় এয়ারফোর্স।

স্বয়ংক্রিয় এই মিসাইল ডিফেন্স সিস্টেম নিজে থেকেই কাজ করে৷ ফলে প্লেনটিকে লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ধেয়ে এলে প্লেনে থাকা মিসাইল ডিফেন্স সিস্টেমই তাকে নিষ্ক্রিয় করে দেবে৷পাইলটকে কিছুই করতে হবে না৷ স্বয়ংক্রিয় ব্যবস্থায় তিনি শুধু জানতে পারবেন, ক্ষেপনাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে৷

প্লেনের গায়ে ভারত এবং ইন্ডিয়া লেখা হয়েছে৷ এর পাশাপাশি থাকছে অশোক চক্র৷ এয়ার ইন্ডিয়া, বিমানসেনা এবং বিভিন্ন নিরাপত্তা অ্যাজেন্সির কর্তারা ইতিমধ্যেই প্লেনটি আনতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন৷

এয়ার ইন্ডিয়ার থেকে পাকাপাকিভাবে প্লেনটি যখন এয়ারফোর্সের হাতে চলে আসবে, তখন মার্কিন প্রেসিডেন্টের প্লেনের মতো এটিরও এয়ার ফোর্স ওয়ান হিসেবেই নামকরণ হবে৷

বর্তমানে দীর্ঘ যাত্রাপথে পাড়ি দেওয়ার জন্য দেশের ভিভিআইপিরা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ ব্যবহার করেন৷ যদিও একবার জ্বালানি ভরলে টানা দশ ঘণ্টার বেশি সেটি উড়তে পারে না৷ সেখানে নতুন এই এয়ার ফোর্স ওয়ান একটানা ১৭ ঘণ্টা উড়তে পারবে। সুত্র: নিউজ১৮

এডিবি/