ন্যাভিগেশন মেনু

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫


ফ্রান্সের আল্পসে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এক ট্যুইট বার্তায় এই তথ্য জানান।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই এলাকায় তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে।

ম্যাক্রো টুইটে আরও জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত।

ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, ইউরোকপ্টার ইসি ১৩৫ উদ্ধারকারী সদস্যদের একটি প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল। এটি ১ হাজার ৮০০ মিটার উচ্চতা থেকে বিধ্বস্ত হয়েছে।

ফ্রান্স কর্তৃপক্ষ আরও বলছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ এখনও জানা যায়নি।

তবে কর্মকর্তারা বলছেন, হয়তো খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

স্যাভয় ফরাসি এয়ার রেসকিউয়ের তিন সদস্য এবং সার্ভিস এরিয়ান ফ্রাঙ্কাইস (এসএএফ) এর দুই সদস্য হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ওয়াই এ/এডিবি