ন্যাভিগেশন মেনু

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ২ দিন বাড়লো


করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও দুইদিন বাড়িয়েছে সরকার।

রবিবার (৮ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

তিনি বলেন, ‘চলমান কঠোর বিধিনিষেধ মঙ্গলবার পর্যন্ত থাকছে। এ সময় পর্যন্ত স্থল সীমান্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে আগের সব নিয়ম বহাল থাকবে।

বর্তমানে ভারতে আটকেপড়াদের সংখ্যা কমে যাওয়ায় দেশটি থেকে সপ্তাহে তিনদিন রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশিরা যথাযথ কাগজপত্র নিয়ে পাঁচটি বন্দর দিয়ে দেশে ফিরতে পাড়ছেন। এক্ষেত্রে সবাইকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল দেশটির সঙ্গে প্রথমে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধ করে বাংলাদেশ। পরে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়।

এমআইআর/এডিবি/