ন্যাভিগেশন মেনু

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে


করোনাভাইরাস আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্বাসকষ্ট নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অমিত শাহকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট ফর মেডিকেল সায়েন্সেস-এ (এইমস) ভর্তি করা হয় হয়েছে বলে এডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

গত ৩ আগস্ট করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনবার হাসপাতালে ভর্তি হলেন অমিত শাহ। 

গুরুগাঁওয়ের মেদান্তা বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে ছাড়া পান দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

হাসাপাতাল সূত্র জানায়, করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেও শ্বাসকষ্টে ভুগছেন অমিত শাহ। যে কারণে চিকিৎসকদের পরামর্শে মধ্যরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে তিনি ভালো আছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

১৪ আগস্ট করোনা রিপোর্ট নেগেটিভ আসায় আরেক ট্যুইট বার্তায় অমিত শাহ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ি বাসাতে আরও কিছুদিন আইসোলেশনে থাকবেন। এরপর ফের করোনা পরবর্তী জটিলতার কারণে গত ১৮ আগস্ট গভীর রাতে ফের দিল্লির এইমসই হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তচাপ খুব বেড়ে গিয়েছিল। সঙ্গে ছিল শ্বাসকষ্ট।

গত ৩১ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন অমিত শাহ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরেও তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী তিনি। গত তিন দশক ধরে নরেন্দ্র মোদির ডান হাত হিসেবে পরিচিত তিনি।

ওয়াই এ/এডিবি