ন্যাভিগেশন মেনু

ভারতে করোনার দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে, কমেছে মৃত্যু


ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন এবং মারা গেছেন ৫৩৫ জন।

রবিবার (২৫ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৫১ জনের।

শনাক্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। এখন পর্যন্ত মোট ৩ কোটি ৫ লাখ ৪৩ হাজার ১৩৮ জন সুস্থ হয়েছেন।

ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। বর্তমানে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে ১৭ লাখ ১৮ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৫৬৭টি। ভারতে এখন পর্যন্ত ৪৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে।

আনন্দবাজার জানায়, বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩১ জন এবং মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। এই দুই রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮০০, যা দেশের দৈনিক সংক্রমণের ৬২ দশমিক ৪০ শতাংশ।

পশ্চিমবঙ্গে কমেছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৩০ জন ও মৃত্যু হয়েছে ৮ জনের। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ২২ হাজার ৮৩৩ জন।

এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫২ হাজার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৫৪ লাখ ২৮ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৪ হাজার ২৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

এডিবি/