ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় একদিনে ৩৯২০ জনের মৃত্যু


করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি নাজুক। দু’সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। করোনা শনাক্তে ফের বিশ্বরেকর্ড গড়েছে ভারত। দেশটিতে করোনা একদিনে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৯২০ জনের। একইসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন।

বৃহস্পতিবার (৬ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ি, সর্বশেষ এই সংখ্যা নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ২৮৫ জন। এ ছাড়াও দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৭১ জন।

ভারতে গত বছরের তুলনায় বেশি মাত্রায় ছড়িয়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে দেশটিতে।

দেশটির গবেষকরা বলছেন, গেল দু’সপ্তাহের পর্যবেক্ষণ অনুসারে ভাইরাসটি সবচেয়ে বেশি, ৪১ শতাংশ পর্যন্ত সক্রিয় পর্যটন নগরী গোয়ায়। সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনা। এরপরই রয়েছে নয়াদিল্লি। রাজধানীতে ২১ শতাংশ পর্যন্ত সক্রিয় ভাইরাসটি।

ওয়াই এ/এডিবি/