ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ৩৯৮২ জনের মৃত্যু


করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি নাজুক। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনা একদিনে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৯৮২ জনের। একইসময়ে আক্রান্ত হয়েছে আরও ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন।

বুধবার (৫ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ি, সর্বশেষ এই সংখ্যা নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। এ ছাড়াও দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

ভারতে গত বছরের তুলনায় বহুগুন বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে দেশটিতে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, ভারতে নতুন করে ৪ লাখ ১২ হাজার ৭৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা গোটা বিশ্বের মধ্যে কোনো দেশে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড। এর আগের রেকর্ডটিও অবশ্য ভারতেরই ছিল। গত ৩০ এপ্রিল বিশ্বে প্রথমবারের মতো একদিনে চার লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছিল সেখানে।

করোনায় বিপর্যস্ত ভারতের জন্য যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের পাঠানো মেডিক্যাল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকা‌বেলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া, বাংলা‌দেশ, সৌদি আরব, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশ।ভারত আছে মৃতের

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ওয়াই এ/ওআ