ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় একদিনে ৩৫০১ জনের মৃত্যু


করোনা মহামারিতে ভারতের পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় দু’সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে বেড়ে চলেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  দেশটিতে করোনা একদিনে মৃত্যু হয়েছে আরও ৩ হাজার ৫০১ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছে আরও ৩ লাখ ৮৬ হাজার ৮৮৮ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে এ তথ্য জনা যায়।

তথ্য অনুযায়ি, সর্বশেষ এই সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন। এ ছাড়াও দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩১৩ জন।

গত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে সারা ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে সে দেশটিতে।

করোনায় বিপর্যস্ত ভারতের জন্য যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের পাঠানো মেডিক্যাল সহায়তা পৌঁছেছে। ভাইরাসটি মোকা‌বেলায় ভারতে সহায়তা পাঠাচ্ছে রাশিয়া। এক ফোনালাপে পাশে দাঁড়ানোয় রুশ প্রেসিডেন্টকে ভ্লাদিমির পুতিনকে এজন্য ধন্যবাদও জানান ভারতের প্রধানমন্ত্রী। সৌদি আরব, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ অন্যান্য দেশও সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।

এছাড়া চলমান এ প‌রি‌স্থি‌তি মোকা‌বেলায় ভার‌তে ওষুধ ও চি‌কিৎসা সামগ্রী পাঠা‌চ্ছে বাংলা‌দেশ।

ওয়াইএ/এডিবি