ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় একদিনে ৪৬৩ জনের মৃত্যু


ভারতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে ৪৬৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা সনাক্ত হয়েছে আরও ৪৫ হাজার ১৫৮ জনের। আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডমিটার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯ লাখ ০৯ হাজার ৫০ জনে পৌঁছেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৯ হাজার ৩০ জনের।’

এছাড়া বর্তমানে দেশটিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ২৬ জন। সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বর্তমানে ৭১ লাখ ৩৩ হাজার ৯৯৪ জন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দেশটিতে শুরু থেকেই সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখনও অবধি ১৬ লাখ ৩২ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা ৮ লাখ ছাড়িয়ে গেছে। কর্নাটকে ৭ লাখ ৯৩ হাজার ও তামিলনাড়ুতে ৭ লাখের বেশি এখনও অবধি করোনায় সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে সংখ্যাটা ৪ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে।’

এছাড়া ওড়িশা ও তেলঙ্গানাতে আড়াই লাখ পার করেছে মোট আক্রান্ত। বিহার, অসম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, পাঞ্জাবে মোট আক্রান্ত এক লাখের বেশি। দেশের বাকি রাজ্যে আক্রান্ত এখনও লাখের কোটা পেরোয়নি।

শুধু সংক্রমণেই নয় প্রাণহানিতেও শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৪৩ হাজার ১৫ জন ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ু ও কর্নাটকে মৃত্যু ১০ হাজার ৮৫৮ ও ১০ হাজার ৮২১ জন। উত্তর ও অন্ধ্র প্রদেশে সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা।

ওয়াই /ওআ