ন্যাভিগেশন মেনু

ভারতে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত


করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে গতদিনের তুলনায় দেশটিতে মৃত্যুর হার কমলেও আবারও কিছুটা বেড়েছে শনাক্তের হার। মঙ্গলবার নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৯৫১ জন। এরমধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে কেরলে। সেখানে একদিনে ১৩ হাজার ৫৫০ জন নতুন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন যা ভারতে গত একদিনের মোট সংক্রমণের প্রায় এক চতূর্থাংশ।

বুধবার (৩০ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৮১৭ জন। এখন পর্যন্ত ভারতে করোনা সংক্রমণে মারা গেছে ৩ লাখ ৯৮ হাজার ৪৫৪ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সংখ্যা ৩ কোটি ৩ লাখ ৬২ হাজার ৮৪৮।  

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭২৯ জন। এখনও পর্যন্ত মোট   সুস্থতার হার ৯৬ দশমিক ৯২ শতাংশ। 

পশ্চিমবঙ্গে মঙ্গলবার সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে মোট এক হাজার ৫৯৫ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে এবং করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন।

এখনও পর্যন্ত দেশে ৩৩ কোটি ২৮ লাখের বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার টিকা নিয়েছেন ৩৬ কোটি ৫০ লাখ মানুষ।

এস এ/এডিবি/